♣ আপনার মোবাইলটি যদি ডুয়েল সিমের হয় , তাহলে এই ট্রিক্সটি আপনার জন্যই ।
♦ আমরা যারা ডুয়েল সিমের ফোন ব্যবহার করি তাদের ক্ষেত্রে একটি কমন প্রবলেম হচ্ছে সিম-১ দিয়ে কথা বলার সময় সিম-২ বন্ধ দেখায় অথবা সিম-২ দিয়ে কথা বলার সময় সিম-১ বন্ধ দেখায়। MCA ব্যবহার করে যদিও পরবর্তীতে সেই ব্যর্থ কল গুলো দেখা যায় , কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে তা অনেক দেরি হয়ে পড়ে। আর কলগুলো যদি খুবই ইম্পরট্যান্ট হয় তাহলে তো কথাই নেই।
♦ কিন্তু ভেবে দেখুন তো এমন যদি হত, সিম-১ দিয়ে কথা বলার সময় সিম-২ এর কল ওয়েটিং দেখাবে কিংবা সিম-২
দিয়ে কথা বলার সময় সিম-১ এর কল ওয়েটিং দেখাবে তাহলে কেমন হয়? নিশ্চয়ই মন্দ হয়না। এমন হলে ইম্পরট্যান্ট বা আনইম্পরট্যান্ট কোন কলই মিস যাবে না সময় মত।
♦ এবার আসুন দেখি কিভাবে করা যায় এই কাজটিঃ

• প্রথমে আপনার সিম-১ ও সিম-২এর কল ওয়েটিং একটিভেট না থাকলে একটিভেট করে নিন।
• এবার Settings এর Call Settings থেকে Sim-1 Call Settings এ গিয়ে Call Divert এ যান।
(কোন কোন ফোনে Call Divert
অপশনটি Settings এ নাও থাকতে পারে। সেক্ষেত্রে Call Divert অপশনটি খুজে বের করুন)
• এবার Divert if unreachable বা Divert if out ofreach এই জাতীয় অপশনে গিয়ে To other number এ যান।
• এখানে সিম-২ এর নাম্বারটি দিয়ে ওকে করুন।
• একই ভাবে Sim-2 Call Settings এর To other number এ সিম-১ এর নাম্বারটি দিয়ে ওকে করুন।
* মনে রাখবেন, সিম-১ বা সিম-২এর কল ওয়েটিং দেখানোর সময় উপরে Divert এর একটি চিহ্ন আসবে যা দেখে আপনাকে বুঝে নিতে হবে সিম-১
বা সিম-২ এর কল Diverted হয়ে সিম-২ বা সিম-১ এ এসেছে।

* ওয়েটিং অবস্থায় কলটি রিসিভ করবেন না, তাহলে কলকারীর সমপরিমান ব্যালেন্স আপনার অ্যাকাউন্ট থেকেও কাটবে ।
@Bhoot Fm ভুত এফএম